বৃষ্টি কেন আসেনা-
আমার শরীরে
কেন আসেনা
আমি চাই বৃষ্টি পড়ুক
ভিজিয়ে দিয়ে যাক আমাকে
আমার কান্নাকে
তোমাকে হারিয়ে কাঁদছি আমি
দেখেনি আকাঁশ
দেখোনি তুমিও
তাই বৃষ্টি আসেনা
আমাকে ভিজিয়ে যায়না।
মেঘেরা আকাশে উড়ে
শুধু উড়ে
আমাকে দেখেনা
আমার দুঃখকে দেখেনা
তাই বৃষ্টি পড়েনা
আমাকে ভিজিয়ে দেয়না
আমাকে ভিজিয়ে দেয়না
করুণাধারায়।
আমার শরীরে
কেন আসেনা
আমি চাই বৃষ্টি পড়ুক
ভিজিয়ে দিয়ে যাক আমাকে
আমার কান্নাকে
তোমাকে হারিয়ে কাঁদছি আমি
দেখেনি আকাঁশ
দেখোনি তুমিও
তাই বৃষ্টি আসেনা
আমাকে ভিজিয়ে যায়না।
মেঘেরা আকাশে উড়ে
শুধু উড়ে
আমাকে দেখেনা
আমার দুঃখকে দেখেনা
তাই বৃষ্টি পড়েনা
আমাকে ভিজিয়ে দেয়না
আমাকে ভিজিয়ে দেয়না
করুণাধারায়।
No comments:
Post a Comment