Monday, April 25, 2011

বৃষ্টিকথন ৪

আকাশে মেঘের ভাঁজে লুকিয়ে থাকে
আমি বলো কার কাছে যাব
বৃষ্টি ঝড়েনা শরীর জুড়ে আমার
ভুলতে তোমায় বৃষ্টিতে ভিজাব

পড়তে থাকে আমার ঘরের দাওয়ায়
সোদা মাটি ঘুরে শুধু হাওয়ায়
পায়ের কাছে এসে লুটিয়ে পড়ে
বৃষ্টি আমায় ভিজিয়ে না যায়

আমি হাত পাতি- কেউ দেখেনা
আমি কান পাতি- মেঘ ও ডাকেনা
তুমি তোমার আদরে মাখা
বৃষ্টি শুধু বৃষ্টি আসেনা।

কাঁদি আমি জল ও পড়ছেনা
দেখো আমি ভুলতে পারছিনা
হে বিধাতা বৃষ্টি দাওনা
বৃষ্টি তাকে ভুলিয়ে দাওনা।
আকাশে মেঘের ভাঁজে লুকিয়ে থাকে
আমি বলো কার কাছে যাব
বৃষ্টি ঝড়েনা শরীর জুড়ে আমার
ভুলতে তোমায় বৃষ্টিতে ভিজাব

পড়তে থাকে আমার ঘরের দাওয়ায়
সোদা মাটি ঘুরে শুধু হাওয়ায়
পায়ের কাছে এসে লুটিয়ে পড়ে
বৃষ্টি আমায় ভিজিয়ে না যায়

আমি হাত পাতি- কেউ দেখেনা
আমি কান পাতি- মেঘ ও ডাকেনা
তুমি তোমার আদরে মাখা
বৃষ্টি শুধু বৃষ্টি আসেনা।

কাঁদি আমি জল ও পড়ছেনা
দেখো আমি ভুলতে পারছিনা
হে বিধাতা বৃষ্টি দাওনা
বৃষ্টি তাকে ভুলিয়ে দাওনা

No comments:

Post a Comment