Tuesday, April 26, 2011

বৃষ্টিকথন ৫

আজ আমি বেণী দুলিয়ে
পায়ের নুপুর বাজিয়ে
হারিয়ে যাবো মেঘের দেশে
হারিয়ে যাবো তোমার সাথে


থাকবেনা কোন বাঁধা-রিমঝিম বৃষ্টিতে
তুমি থাকবে শুধু হাত রেখে হাতে


আজ আমি মেঘ থেকে জল নিয়ে
দু'হাত ভরিয়ে দিয়ে
ভিজিয়ে দেব নিজেকে
ভিজিয়ে দেব দুষ্টুমিতে


তুমি যাবেকি আমার সাথে
তুমি ভিজবে কি বৃষ্টিতে?


আজ আমি আলতা রান্গিয়ে দিয়ে
আকাশ থেকে আনবো রংধনু সাত রং
তোমাকে দেব প্রাণ ভরে
আমি দেব ভালবাসা তোমাকে


তুমি নেবে কিনা বলো পেলে?
ভালবেসো কাছে গেলে।।

No comments:

Post a Comment