কেউ জানেনা কে কোথায় - আসবে কখন?
পিতার হাতে আগুনের ফুলকিতে জ্বলন্ত তৃষ্ণা-আস্ট্রেতে মরা ফিল্টার
গুনে গুনে নিশ্বেষ হয়ে যাওয়া আকাশে তারার খোঁজে দিক হারায় মা
তবুও কেউ জানেনা
বাবা জানেনা তার ছেলে কখন আসবে-কখন খেতে বসবে খাবার টেবিলে
জানেনা ছেলে কি মারামারি করে আসছে নাকি আসছে পড়া শেষ করে
নাকি কোন এক মেয়ের সর্বনাশ করে???
মা জানেনা তার মেয়ে কোথায় আছে-কোথায় ছিলো সারাদিন?
কলেজ শেষে কোন রেষ্টুরেন্টে?
নাকি কোন এক ছেলের সাথে কোন এক ঝোপের কোণায়?
নাকি কোন এক অবাধ মেলামেশার ফলে সৃষ্ট সন্তান নষ্ট করতে
কোন এক মেটানিটি থেকে আ্যবোর্সান করে আসছে ফিরে?
কেউ জানেনা
স্বামী কেন রোজ দেরী করে ফেরে?
কেন বার বার মিটিং করতে চলে যায় সৈকত দেখতে ?
কেউ জানেনা
সবাই সব অমন্গল শেষ করে
ঠিক ঘরে ফেরে
ঠিক খাবার টেবিলে ফিরে ফিরে আসে
শুধু ফেরেনা-মুল্যবোধ গুলো।
কারন পরদিন নির্ঘুম রাত শেষে আবার স্বামী বের হয় নগ্ন প্রেমিকার খোঁজে
অস্থির ইয়াবার নিরাশা রক্তে মিশিয়ে ছেলে ছুটে চলে অন্য কারো সর্বনাশের আশায়
পেটের পাপটাকে ধুয়ে ফেলে নতুন করে বয়ফ্রেন্ড খুঁজতে বেরিয়ে পড়ে মেয়েটাও
স্ত্রী তার নতুন সন্গী খুঁজতে ঘুরে ফিরে আসে মানবতার সভা সেমিনারে
প্রতিদিন এভাবেই চলছে জীবন-মুল্যবোধহীন ভাবে।।
পিতার হাতে আগুনের ফুলকিতে জ্বলন্ত তৃষ্ণা-আস্ট্রেতে মরা ফিল্টার
গুনে গুনে নিশ্বেষ হয়ে যাওয়া আকাশে তারার খোঁজে দিক হারায় মা
তবুও কেউ জানেনা
বাবা জানেনা তার ছেলে কখন আসবে-কখন খেতে বসবে খাবার টেবিলে
জানেনা ছেলে কি মারামারি করে আসছে নাকি আসছে পড়া শেষ করে
নাকি কোন এক মেয়ের সর্বনাশ করে???
মা জানেনা তার মেয়ে কোথায় আছে-কোথায় ছিলো সারাদিন?
কলেজ শেষে কোন রেষ্টুরেন্টে?
নাকি কোন এক ছেলের সাথে কোন এক ঝোপের কোণায়?
নাকি কোন এক অবাধ মেলামেশার ফলে সৃষ্ট সন্তান নষ্ট করতে
কোন এক মেটানিটি থেকে আ্যবোর্সান করে আসছে ফিরে?
কেউ জানেনা
স্বামী কেন রোজ দেরী করে ফেরে?
কেন বার বার মিটিং করতে চলে যায় সৈকত দেখতে ?
কেউ জানেনা
সবাই সব অমন্গল শেষ করে
ঠিক ঘরে ফেরে
ঠিক খাবার টেবিলে ফিরে ফিরে আসে
শুধু ফেরেনা-মুল্যবোধ গুলো।
কারন পরদিন নির্ঘুম রাত শেষে আবার স্বামী বের হয় নগ্ন প্রেমিকার খোঁজে
অস্থির ইয়াবার নিরাশা রক্তে মিশিয়ে ছেলে ছুটে চলে অন্য কারো সর্বনাশের আশায়
পেটের পাপটাকে ধুয়ে ফেলে নতুন করে বয়ফ্রেন্ড খুঁজতে বেরিয়ে পড়ে মেয়েটাও
স্ত্রী তার নতুন সন্গী খুঁজতে ঘুরে ফিরে আসে মানবতার সভা সেমিনারে
প্রতিদিন এভাবেই চলছে জীবন-মুল্যবোধহীন ভাবে।।
No comments:
Post a Comment