বরষা সেদিন ছিলোনা
তোমারই চোখেতে লোনাজল ছলছল
সহেনা
বরষা সেদিন ছিলোনা
আকাশে কালো মেঘ
আঁখিজল
কবিতার খাতাতেই
অবিচল
বরষা সেদিন ছিলোনা.
তোমারই মেঘের মত চুল
করেছি মেঘ ভেবে ভুল
এই হাত কভু ছেড়োনা
বরষা সেদিন ছিলোনা।।
তোমারই চোখেতে লোনাজল ছলছল
সহেনা
বরষা সেদিন ছিলোনা
আকাশে কালো মেঘ
আঁখিজল
কবিতার খাতাতেই
অবিচল
বরষা সেদিন ছিলোনা.
তোমারই মেঘের মত চুল
করেছি মেঘ ভেবে ভুল
এই হাত কভু ছেড়োনা
বরষা সেদিন ছিলোনা।।
No comments:
Post a Comment