Saturday, April 23, 2011

পুড়িয়ে দিব

আজ আমি তোমাকে পুরিয়ে দেব
আমার দুচোখের আগুন দিয়ে
তুমি ছাই হয়ে যাবে......
মনে কোরোনা আবার তুমি পুনজন্মে
ফিরে এসে ধমকে দেবে আমায়.....
আমার উপর খবরদারি করবে.........
এবং আমার জীবনটাকে আবার অতিষ্ট করে তুলবে..........

আমি তোমাকে যে আবার পুড়িয়ে দেব............................................
নিজের সত্তা রক্ষা করতে কে না চায় বলো.......................................

No comments:

Post a Comment