হে মহাবিশ্বের পরম কারুনিক
কবে আমার হাতের ছোঁয়ায়
কবিতার খাতায় লেখা হবে
অবিস্মরনীয় সকল কবিতা-
যাদের ছন্দে ছন্দে সুরে সুরে
সুরারোপিত হবে সবাই।
হে পরমপিতা-
তোমার লেখা সর্বশ্রেষ্ট কবিতার মত
কেন আমার কবিতার অক্ষর
তোমার কথাই বলেনা?
কেন আমার লেখা গান গুলো
হয়না তোমার তৈরি ঝড়নার কলকলধ্বনি
হয়না তোমার তৈরি পরমসুরের মত
আশ্চর্য সুন্দর-পরম আপন?
হে মহান পরমাত্মা
তোমার অখিল ব্রক্ষ্মান্ড সৃষ্টির লয়ের
তালে তালে কেন আমার তাল মেলেনা?
কেন আমি বুঝিনা তোমার অখিল সৃষ্টির
পরম পরম রহস্য সমূহ?
হে সৃষ্টিকর্তা - তোমার আলোয় আলোকিত করো আমায়
সৃষ্টি করেছ আমায়
দিয়েছ কবিতা সৃষ্টির ক্ষমতা
তাই তোমাকে অশেষ ধন্যবাদ।।
26-08-09
কবে আমার হাতের ছোঁয়ায়
কবিতার খাতায় লেখা হবে
অবিস্মরনীয় সকল কবিতা-
যাদের ছন্দে ছন্দে সুরে সুরে
সুরারোপিত হবে সবাই।
হে পরমপিতা-
তোমার লেখা সর্বশ্রেষ্ট কবিতার মত
কেন আমার কবিতার অক্ষর
তোমার কথাই বলেনা?
কেন আমার লেখা গান গুলো
হয়না তোমার তৈরি ঝড়নার কলকলধ্বনি
হয়না তোমার তৈরি পরমসুরের মত
আশ্চর্য সুন্দর-পরম আপন?
হে মহান পরমাত্মা
তোমার অখিল ব্রক্ষ্মান্ড সৃষ্টির লয়ের
তালে তালে কেন আমার তাল মেলেনা?
কেন আমি বুঝিনা তোমার অখিল সৃষ্টির
পরম পরম রহস্য সমূহ?
হে সৃষ্টিকর্তা - তোমার আলোয় আলোকিত করো আমায়
সৃষ্টি করেছ আমায়
দিয়েছ কবিতা সৃষ্টির ক্ষমতা
তাই তোমাকে অশেষ ধন্যবাদ।।
26-08-09
No comments:
Post a Comment