বৃষ্টি যখন আসে-
চোখ দুটো মোর তোমার সাথে ভাসে
বৃষ্টি যখন আসে-
তোমার কথা ফোটায় ফোটায়
আমার মনে আসে
কষ্ট যায় ধুয়ে
কান্না যায় ধুয়ে..............
চোখ দুটো মোর তোমার সাথে ভাসে
বৃষ্টি যখন আসে-
তোমার কথা ফোটায় ফোটায়
আমার মনে আসে
বৃষ্টি আসে বৃষ্টি
বৃষ্টি পড়ে টাপুর টুপুর.....কষ্ট যায় ধুয়ে
কান্না যায় ধুয়ে..............
No comments:
Post a Comment