Wednesday, April 20, 2011

অন্যরকম ভালবাসা

ভালবাসি তোমায় আমি অন্যভাবে
অন্য কোন নিয়মে
অন্য কোন প্রিয় ডাকে

তুমি বুঝতে পারোনা

তুমি দেখেও দেখোনা
তবুও তোমায় আমি ভালবাসি-ভালবাসি
ভালবাসি বলেই আমি বারে বারে কাছে আসি।

তুমি দেখেও দেখোনা

তুমি শুনেও শুনোনা
শুধু বাতাস থেকে শুনে দেখো
সে ও জানে তোমায় কত ভালবাসি
ভালবাসি বলেই আমি বারে বারে কাছে আসি।

তোমার ঐ পাগল করা গন্ধ আমায় করেছিলো মাতাল

তোমার হাসি শুনলে বুকে লাগে উথাল পাথাল
তুমি শুনেও শুনোনা
তুমি এড়িয়ে যেও না
যেনো এই পাগল আমি তোমায় কত ভালবাসি
ভালবাসি বলেই আমি বারে বারে কাছে আসি।।

No comments:

Post a Comment