Wednesday, April 20, 2011

বৃষ্টি কথন- ১



একদা একটি বালক আমার মতই ঘুম থেকে উঠে বৃষ্টিকে প্রার্থনা করেছিলো কড়জোড়ে
আকাশ তার কথা রাখেনি-তাই সেদিন ঝড় আসেনি
এবং আকাশের বুকে সাদা মেঘ গুলো কালো না হওয়ার আগেই উড়েছিলো বাতাসে

তারপর কত দিন গেল কেটে-কত সময় গেল গড়িয়ে

ছেলেটার মনে শুধুই বৃষ্টির স্বপ্ন-শুধু একবার বৃষ্টিতে ভেজার এবং
তার মনের সমস্থ যন্ত্রণা ধুয়ে ফেলতে যেমন কষ্ট ধুয়ে কালো হয়ে ওঠে কংকর।

কিন্তু একদিন সে ক্রোধে পড়লো ফেটে-কারণ বৃষ্ট নেই

আকাশের দিকে তাকিয়ে ক্রোধে চিৎকার দেবার আগেই হাত ছুলো বৃষ্টি নামের মেয়েটি
এবং ছেলেটা দেখতে পেয়েছিলো মেয়েটার চোখে অজস্র কান্না
আর তা দেখেই সে বৃষ্টির কথা গেল ভুলে
এবং মেয়েটিকে জড়িয়ে নিল বুকে
এমন সময়-আকাশ ফেটে নামল জল-এমন সময় আকাশ ফেটে নামল বৃষ্টি।।

No comments:

Post a Comment