পড়ো -ঊ
ঊ-তে ঊষার আলো পূব আকাশে
হায় উষার সুর্য
মোরগ ডেকেছিলো তিনবার প্রতিটি রাতের শেষে
তবুও স্বাধীন ভোর আসেনি
আসেনি স্বাধীন ঊষা
এসেছিলো স্বজন হারানোর দুঃসংবাদ
এসেছিলো মৃত্যু যন্ত্রণা
আর এসেছিলো পাক হানাদার
প্রতিদিন-প্রতিমুহুর্তে মৃত্যু হাতে নিয়ে চলাফেরা
জীবনযাপন
তবুও সুর্য ওঠেনি
তবুও ভোর হয়নি
তবুও স্বাধীনতার সূর্য ওঠেনি
উষার আলো পূব আকাশে ওঠার আগেই
ওরা কেড়ে নিয়েছিলো ৩০ লাখ প্রাণ
২ লাখ মা বোনের ঈজ্জ্বত
তবুও ওরা হেরে যায়নি
হেরে যায়নি খুধার কাছে
হেরে যায়নি মৃত্যুর কাছে
হেরে যায়নি লজ্জ্বার কাছে
ছিনিয়ে এনেছিলো স্বাধীনতার সূর্য ১৬ই ডিসেম্বর
তাই তো তুমি আজ শান্তিতে পড়তে পারো
আকাশে উড়াতে পারো লালসবুজ পতাকা
এ বিজয় -এই ঊষার আলো তোমাদের ই জন্য।।
ঊ-তে ঊষার আলো পূব আকাশে
হায় উষার সুর্য
মোরগ ডেকেছিলো তিনবার প্রতিটি রাতের শেষে
তবুও স্বাধীন ভোর আসেনি
আসেনি স্বাধীন ঊষা
এসেছিলো স্বজন হারানোর দুঃসংবাদ
এসেছিলো মৃত্যু যন্ত্রণা
আর এসেছিলো পাক হানাদার
প্রতিদিন-প্রতিমুহুর্তে মৃত্যু হাতে নিয়ে চলাফেরা
জীবনযাপন
তবুও সুর্য ওঠেনি
তবুও ভোর হয়নি
তবুও স্বাধীনতার সূর্য ওঠেনি
উষার আলো পূব আকাশে ওঠার আগেই
ওরা কেড়ে নিয়েছিলো ৩০ লাখ প্রাণ
২ লাখ মা বোনের ঈজ্জ্বত
তবুও ওরা হেরে যায়নি
হেরে যায়নি খুধার কাছে
হেরে যায়নি মৃত্যুর কাছে
হেরে যায়নি লজ্জ্বার কাছে
ছিনিয়ে এনেছিলো স্বাধীনতার সূর্য ১৬ই ডিসেম্বর
তাই তো তুমি আজ শান্তিতে পড়তে পারো
আকাশে উড়াতে পারো লালসবুজ পতাকা
এ বিজয় -এই ঊষার আলো তোমাদের ই জন্য।।
No comments:
Post a Comment