Monday, April 18, 2011

বর্ণমালা- ঋ

পড়ো -
ঋষি মশাই গাছের নিচে


-গাছের নিচে বসে থাকা ঋষি আমি দেখিনি
দেখেছি যশোর রোডে সারি সারি গাছের নিচে
বসে থাকা-অকাতরে শুয়ে থাকা মানুষের দল
মানুষ নাকি অন্য কিছু?
ভেবে ভুল হয়েছিলো সেদিন
তাই প্রাণ ভয়ে পালাতে গিয়ে
যশোর রোডে ওরা সবাই সারি সারি গাছের নিচে
শুয়ে- কিনবা বসে
আহা কি বেদনা-
না খেতে পেয়ে কেউ মরার যোগার
কারো পা ফুলে একাকার
কাঁদা-রক্ত-ভয় আলাদা ছিলোনা কেউ
হায় যশোর রোডে-১৯৭১
কিভাবে ভুলতে পারি?
কিভাবে??
পাক হায়েনার তাড়া খেয়ে পালিয়ে আসছিলো ওরা
তাই
তিনদিন না খেতে পাওয়া সিরাজুম মাষ্টার কেঁদেছিলো
সারদা বালা কেঁদেছিলো
কেঁদেছিলো ১০ বছরের কাকলি
কেউ ওদের কান্না শোনেনি
কেউনা
পাশের সারি সারি গাছ গুলো ও না
ওরা শুধু চেয়ে চেয়ে দেখেছিলো।।

No comments:

Post a Comment