Friday, April 29, 2011

বৃষ্টিকথন ৭

বৃষ্টি টুপটাপ পড়ছে
আমার মনে কবিতারা
চুপচাপ খেলা করছে
তোমার কথা মনে পড়ছে।

টুপটাপ বৃষ্টি পড়ছে কেন

মনটা তো ভেজেনা
বৃষ্টিতে ভিজবোনা
তুমি কেন বুঝছোনা?

বৃষ্টির মাঝে একলা দাড়িয়ে

তুমি তো আসলেনা
আমি কিছু বলবোনা
একা একা কাঁদবোনা।।

No comments:

Post a Comment