Saturday, April 30, 2011

ভালবাসা কিনবা কল্পনা

আমাকে কি এনে দেবে এক ফোটা বৃষ্টি?
আমি তোমার জন্য এনে দেব কৃষ্ণচুড়ার এক ঝাঁক লাল
তারপর সেই লাল তোমার পায়ে পড়িয়ে দিতেই
তুমি নুপুর বাজিয়ে উঠবে নেচে-আমাকে ভালবেসে...
আমি তাকিয়ে থাকবো তোমার দিকে চেয়ে
তুমি নাচতেই থাকবে আমায় নিয়ে-

আমাকে কি এনে দেবে ডুবন্ত সুর্যের পরশের একমুঠো গোধুলি?
আমি সেই আলোয় মাখিয়ে দেব তোমার শরীর-
তুমি অদ্ভুত গতিতে আমাকে দিবে উছলিয়ে
নীলে নীলে আমি গোধুলী হব...নীলে নীলে আমি তোমার হব...

দেখো আমার হাতে এক ঝাঁক পায়রা-
সেই পায়রা থেকে ডানা নিয়ে আমি উড়ে যাব তোমায় নিয়ে
তুমি যাবে নাকি আমার সাথে?
তুমি উড়বে নাকি আমার সাথে?

No comments:

Post a Comment