সাদা কাপড়
একটা তুলি
আমার কাঁধে
তোমার ঝুলি
আমি হাটি
একলা পথে
তুমি থাকো
ঘরের কোনে
শুকনো পাতা
একটা কবিতা
কিনবা সুরে
বারান্দাতে চাঁদ
জল পড়া ছাদ
পালেস্তারা খসা
চড়ুই বাসা
আমি যেন আত্মভোলা
তোমার হাতে
আমার ঝোলা
মিথ্যে কথা
চাঁদ ওঠেনা
ঘরটা ফাঁকা
তুমি একা
আমি ও একা
হাতে চাঁদোয়ার খেলা
দুজনের হাতে
হালকা ঝোলা
পথ মিশেছে
কোন সে পথে
কেউ জানেনা
কোন মিছিলে
শুধু জানে
যেতে হবে
কেউ কারো নয়
ভালবাসায়
এটাই সত্য
এটাই জানে।
No comments:
Post a Comment