Saturday, April 23, 2011

আবার সেই জন্মদিনে

আবার সেই জন্মদিনে-আয়নার দিকে তাকিয়ে ভাবি
মহাবিশ্বের মহাস্থুলতার কাছে
নিতান্ত ক্ষুদ্র আমি-
নিতান্ত তুচ্ছ আমি
সংসারের অতি ছোট্ট কোন এক
গহীন কোণে পড়ে থাকি আর ভাবতে থাকি
মহাবিশ্বের সৃষ্টিকর্তা যিনি পরম মমতার সাথে আমার মতো
অতিতুচ্ছ কোন এক জীবকে তৈরী করেছেন
পরম তুচ্ছতায় অথবা...অজানা কোন কারনে
তাকে জানাই অশেষ ধন্যবাদ.....

No comments:

Post a Comment