জন্ম হয়েছে দেখো পৃথিবীর বুকে এক অবোধ শিশুর
নষ্ট মানুষ গুলোর নষ্ট চক্রান্তে দিশেহারা হয়ে
শিশুটি কাঁদে একাকী কোন এক কোণে
ওকে তোমরা আপন করে নাও
নয়তো সে ও আমার মতো হয়ে যাবে নষ্ট কবি
আমার মতো ছিড়তে যাবে বারেবার এঁকে ফেলা ছবি..
আমি হয়তো মরে যাবো
ঐ ঈশ্বরের মহা মহা সৃষ্টির মতো
হারিয়ে যাবো অতল সময়ে
তবুও সেই শিশুটিকে বাঁচাও........
নষ্ট কোরোনা তাকে
বাঁচতে দাও তাকে বাঁচতে দাও........
নষ্ট মানুষ গুলোর নষ্ট চক্রান্তে দিশেহারা হয়ে
শিশুটি কাঁদে একাকী কোন এক কোণে
ওকে তোমরা আপন করে নাও
নয়তো সে ও আমার মতো হয়ে যাবে নষ্ট কবি
আমার মতো ছিড়তে যাবে বারেবার এঁকে ফেলা ছবি..
আমি হয়তো মরে যাবো
ঐ ঈশ্বরের মহা মহা সৃষ্টির মতো
হারিয়ে যাবো অতল সময়ে
তবুও সেই শিশুটিকে বাঁচাও........
নষ্ট কোরোনা তাকে
বাঁচতে দাও তাকে বাঁচতে দাও........
No comments:
Post a Comment