Saturday, April 23, 2011

তোমার জন্মদিনে

জন্ম হয়েছে দেখো ছোট্ট শিশুটির
তোমার জন্মদিনে-
দিতে কি পারো তুমি একতোড়া ফুল
সেই শিশুকে কিনে?
তোমার জন্যে ছেড়েছে যে জন
তাহার যায়গা খানি
তোমাকে কি হবে না দিতে
তার স্বত্ত আনি?
তোমার জন্য ছিলো কতো
শতফুল ভালোবাসা..
ফুলের মতো শিশুকে কি পারোনা দিতে
স্বিকৃত জীবনের আশা???
আজ তুমি করছো পালন
তোমার জন্মদিন...
রয়ে যাবে শুধু শিশুটির প্রতি
তোমার অমোঘ ঋণ....

No comments:

Post a Comment