Saturday, April 23, 2011

আমার আপন কবিকে..............৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২৩

বছরের লেখা আমার শেষ কবিতায়
আমার কবিতার খাতার কবিকে জানাই
আমার অন্তিম ইচ্ছা
যে-আমার কবি যেন কোন কবিতা কে হত্যা না করে...
ডানাহীন না করে কোন নীল প্রজাপতিকে...
কিনবা উড়ন্ত চিলের মতো হামলা না চালায়
কোন দূর্বল কবিতার উপর.....
আমার কবি যেন হয় শুদ্ধ-শান্ত-স্নিগ্ধ-
কোন এক ফুলের মতো--
কিনবা কোন এক পরিশুদ্ধ কবিতার মতো-
কিনবা কোন এক অপাপবিদ্ধ শিশু যেন...
আমার আপন সত্ত্বা হয়ে বেঁচে থাকুক
আমার মাঝে---আমার লেখার মাঝে---
আমার প্রতিটি চিন্তায়...চেতনায়...
কিনবা প্রতিটি নির্ষ্কমা দিনে-
ছন্দে ছন্দে ভরিয়ে তুলুক আমায়......
আমার কবিতার খাতায়....
এবং............

No comments:

Post a Comment