Saturday, April 23, 2011

আমি পিতা হত্যার বিচার চাই.........।

হে পিতা -------তোমার রক্তে যে শকুন হোলি খেলেছিলো
তার ডানা আমি আজ ভাঙ্গা দেখতে চাই
ওরা বলেছিলো তুমি নাকি ভালো লোক নও
তুমি নাকি লুটে পুটে খেয়েছো দেশটাকে
আসলে ওরা তোমার কনঠ সহ্য করতে পারতোনা
ওরা তোমার হুমকার শুনে ভয়ে কাঁপাকাপি করতো..
তাই ওরা তোমাকে ওরা বাচতে দেয়নি
আজ আমি তাদের দেখে নেবো.......
পিতা তুমি ঐ আকাশে যেখানেই থাকো
দেখো আজ তোমার হত্যার প্রতিবাদ...........

No comments:

Post a Comment