Saturday, April 23, 2011

বেদনাময় মুহুত

ভোরের পাখিরা জাগেনি এখনো
পূবের বাতাস এখনো বিইছে ধীরে
আকাশের মেঘেরা উড়তে উড়তে
থেমেছে উত্তরে
চলে গেছে সবাই
পরে আছে খালি গ্লাস আর মেঝের ময়লা
আমি একা বসে ঐ মন্ছে
আর আমার গিটারের পাঁচটি তার
বেজে ওঠে অদ্ভুত এক ছন্দে
গানের কলি হয়ে বেজে ওঠে আমার অশ্রুদানা
বলোনা তোমাকে আজ আমি কিভাবে ভুলি?
সব পাখি ঘরে ফেরে
শুধু ফেরার তারা নেই আমার
জানিনা কেন অনুভব করিনা
আমার জন্য কেউ অপেক্ষা করতে পারে
শুধু কেন সে দিনের কথা মনে পড়ে???
আজ আমি একা............একা তুমিও.............
অপেক্ষা করোনা আর আগের মতো......।
আজ আমি একা
হয়তো তুমি অন্য কারো
এবং আমি নিশ্চিতই একা থাকি
একা একা কাঁদি........বুকে নিয়ে বোবা ব্যথা


written by: mukit osman chowdhury (english)
translated by: rajib chowdhury (বাংলা)

No comments:

Post a Comment