আমি এক নষ্ট কবি
ভ্রষ্ট আমার চিন্তা ধারা
দুচোখে ঘূণ কামনা
চিন্তা ভাবনা ছন্নছাড়া।
আমারই দেহেতে আজ
বেঁধেছে বাস ঘৃণ্য পশু
আমাকে দিচ্ছে ক্রশে
যেন আমি ক্ষুদ্র যিশু।
আমারই শরীরে সে
দিচ্ছে খোঁছা কাঁটা দিয়ে
ঢেলে দেয় তরল আগুন
গরম তেলে ফেলে দিয়ে।
ছন্দে ছন্দে আমায়
দেয় চড়িয়ে চক্ষুশুলে
আমাকে দেয় ঢুকিয়ে
চিকন কথার বদ্দমূলে।
আমাকে দেয় করে দেয়
নিজের মাঝেই ডালপালাহীন
আমাতেই গড়ে তোলে
সমূদ্র এক অতলগহীন।
সেই তরলে আমার এখন
দৈন্যদশা
কবিতা ও কবিতা
দুরকরে দাও মোর হতাশা।
আছে কি এমন কবি
যে আমাকে আজ বাঁচাবে?
আমাকে মানূষ করে
দূঃখ আমার আজ ঘোঁচাবে???
নেই নেই এ ধরাতে
দূঃখ ঘোঁচায় এমন মানব...
যে দুর করতে পারে
আমার মাঝের বিশাল দানব.............
ভ্রষ্ট আমার চিন্তা ধারা
দুচোখে ঘূণ কামনা
চিন্তা ভাবনা ছন্নছাড়া।
আমারই দেহেতে আজ
বেঁধেছে বাস ঘৃণ্য পশু
আমাকে দিচ্ছে ক্রশে
যেন আমি ক্ষুদ্র যিশু।
আমারই শরীরে সে
দিচ্ছে খোঁছা কাঁটা দিয়ে
ঢেলে দেয় তরল আগুন
গরম তেলে ফেলে দিয়ে।
ছন্দে ছন্দে আমায়
দেয় চড়িয়ে চক্ষুশুলে
আমাকে দেয় ঢুকিয়ে
চিকন কথার বদ্দমূলে।
আমাকে দেয় করে দেয়
নিজের মাঝেই ডালপালাহীন
আমাতেই গড়ে তোলে
সমূদ্র এক অতলগহীন।
সেই তরলে আমার এখন
দৈন্যদশা
কবিতা ও কবিতা
দুরকরে দাও মোর হতাশা।
আছে কি এমন কবি
যে আমাকে আজ বাঁচাবে?
আমাকে মানূষ করে
দূঃখ আমার আজ ঘোঁচাবে???
নেই নেই এ ধরাতে
দূঃখ ঘোঁচায় এমন মানব...
যে দুর করতে পারে
আমার মাঝের বিশাল দানব.............
No comments:
Post a Comment