Monday, May 9, 2011

শ্লোগান কিনবা একটা দুর্ভেদ্য প্রাচীর

বহুদিন আমি বহুদিন প্রতিক্ষায় থেকে অবসন্ন ঋষির মত যখন ক্লান্ত
ঠিক তখন সেই সাইরেন বেজে উঠতেই
আমি এবং আমরা ভাংতে থাকলাম একটা একটা সিড়ি
উপরে অনেক উপরে কেউ যেন উড়াতে যাচ্ছে বৃহৎ একটা পতাকা
আমি জানি এই পতাকা সম্রাজ্যবাদের পতাকা
এই পতাকা শ্রমিকের রক্তে ভেজা পতাকা
এবং তাই-হই হই রই রই করে এগিয়ে আসছে একদল মুটে মজুর
এবং সাথে একদল হিজরা-সাথে একদল যৌনকর্মী-
যারা ঐ উপর তলার মানুষগুলোর জন্য সৃষ্টি হয়েছিলো-তারা
এসেই শুরু করে দেয় হাত তালি দেয়া নৃত্য
আমি এবং আমরা আহত হই
কিন্তু একদল যুবক-যারা শান্তি খুঁজেছিলো
তারা মিছিল করতে করতে এগিয়ে যায়
তারা এগিয়ে যার সাহসী পদক্ষেপে-ভাংতে ভাংতে একটা করে সিড়ির ধাপ-

ওপরে অনেক উপরে-অনেক উচুঁতে-কেউ যেন বাঁশিতে ফু দেয়

এবং এগিয়ে আসে একদল সাজানো সৈন্য-এবং একদল পুলিশ
এগিয়ে আসে-এবং শুরু করে লাঠিচার্জ
সাথে থাকে অনেকগুলো কাদুনে বোমা
আমি এবং আমরা অনেক আগে থেকে কাঁদছি
ওরা জানেনা-আমি এবং আমরা অধিকার আদায়ের জন্য
দুবেলা দুমুঠো ভাতের জন্য
একবেলা শান্তির ঘুমের জন্য
অনেক আগে থেকে পিঠ পেতে দিয়ে কেঁদেই চলেছি
তাই আজ অতি উৎসাথে দাড়িয়ে থাকা জনতার কাছে বলতে চাই
আমি এবং আমরা অন্ধ নই
আমি এবং আমরা হাত পা বাঁধা নই
আমি এবং আমরা সব দেখতে পাই
তাই সম্রাজ্যবাদের পতনের জন্য
একটা একটা করে সিড়ি ভাংছি-
পুলিশের লাঠিচার্জ ভেদ করে এগিয়ে চলছি
সেই লাল পতাকা উচ্ছেদের আশায়//

হটাৎ কেউ বলে ওঠে খামোশ


আহ কি ক্লান্ত আমি কতদিন পেট ভরে ভাত খাইনি

কি ক্লান্ত আমি
তবু ও বলি
ক্লান্তি আমার ক্ষমা কর প্রভু-


তারপর শ্লোগান এবং শ্লোগান

পুলিশের বাঁশি
হিজরার চিৎকার
যৌনকর্মীর আহাজারি
আমার দীর্ঘশ্বাস
পতাকা থেকে খুব বেশী দুরে নেই
পতাকা এখন অনেক কাছে।।

No comments:

Post a Comment