Saturday, May 7, 2011

মায়ের আঁচল

মা তোর চরণ তলে থাকবো পড়ে
যতই ঠেলিস আমায় দুরে
জননী তুই আমার বলে
আসবো ফিরে তোর আঁচলে..

তোর কাছে মোর একটি চাওয়া

জল খাবো তোর চরণ ধোয়া
হৃদি মোর উঠবে নেচে
তোর মুখেরই হাসে দেখে- মাগো..

তোর কাছে মোর আদিখ্যেতা

যা আছে তোর চরণে তা
দিলাম আমি দিলাম সঁপে
আদর দিস না মেপে মেপে..

তোর মুখের ঐ বুলি শিখে

চিনেছি এই ধরনীকে
আদর না দিলেও মা
ভুলবোনা এই ভাষাটকে..

অবশেষে সঁপে দিলাম

কবিতা যা লিখেছিলাম
চোখ মেলে দেখ মাগো আমি
তোর আঁচলেই ফিরে এলাম.....

No comments:

Post a Comment