Wednesday, May 4, 2011

পাপ বলে কিছু নেই-

বহুদিন আমি বহুদিন পর জেনেছি
গাছের কাছে কিনবা মৃত মাছের চোখের দিকে তাকিয়ে
পৃথিবীতে পাপ বলে কিছু নেই-
পাতার ফাঁকে চোখ রেখে যারা ফুল খোঁজে
ফুলের বুকে নরম গন্ধ শুকে যারা প্রকার খুঁজে
আমি তাদের বলি
পৃথিবীতে পাপ বলে কিছু নেই
যা দেখেছিলো ওরা
সব ছিলো ওদের চোখের ভুল
যা দেখেছিলো সব ভোরের আলোয়-
কিনবা রাতের আঁধারে অপ্সরা অথবা আলেয়ার নগ্নতায়
আমি বলি সব মিথ্যে
আছে শুধু ভালবাসা
আছে শুধু প্রেম
তাই যখন আকাশের তারা দেখে পরম নির্ভয়ে
পথহারা পথিক পথ খোঁজে
তখন আমি বলি জীবনের পরম মমতায়
তার পাপ হয়না
যখন ভালবেসে কেউ হারিয়ে যায়
কোন এক নিস্তব্ধ আলিন্গনে
কোন এক অদম্য ভালবাসায়
কোন এক আদিম মমতায়
তখন আমি বলি
ওখন তাদের কোন পাপ হয়না
ভালবাসায় পাপ থাকেনা।

গন্ধম ফল হাতে যখন হাওয়া আবেদন করেছিলো আদম কে
তখন ভালবাসা কিনবা অন্য কোন অদৃশ্য কারণে
আদমকে ফল খাইয়ে শয়তান কি পাপ করেছিলো?
যখন হাতে হাত রেখে কেউ হেটে গিয়েছিলো
জাত ধর্ম বিসর্জন দিয়ে অন্ধকারের চোরাগলিতে
আমি তাদের দেখিয়ে বলি
তারা কি তখন পাপ করেছিলো?
আসলে-পৃথিবীতে পাপ বলে কিছু নেই-
যা আছে তা শুধু মায়া
যা আছে তা শুধু মমতা
তা শুধু প্রেম।।

No comments:

Post a Comment