Tuesday, May 3, 2011

বর্ণমালা ঔ

পড়ো
ঔ তে ঔষধ খেতে মিছে বলা

জানো -সেই দেশভাগের পর থেকে
সেই সাতচল্লিশের পর থেকে ওরা-
পশ্চিম পাকিস্থানিরা
মিথ্যে দিয়ে সাজিয়ে ছিলো ওদের মসনদ
ওরা ভাষা নিয়ে গড়িমসি করেছে
ওরা মেরেছে সালাম-বরকত রফিক জব্বার কে
ওরা ক্ষমতা নিয়ে গরিমসি করেছে
ওরা অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে
এবং মিথ্যে বলে এদেশে এনেছে লাখ লাখ সৈন্য
তারপর মেরেছে লাখ লাখ প্রাণ-
সেখানে আমার ভাই মরেছে-
বাবা মরেছে
বোন মরেছে
...........................
তারপর যুদ্ধ
একটা ফুলকে বাঁচানোর জন্য যুদ্ধ
একটা ফুলের হাসির জন্য যুদ্ধ
একটা সত্যকে প্রতিষ্টার জন্য যুদ্ধ
আর সে যুদ্ধে মরেছিলো
তোমার কিনবা আমার রক্তের সম্পর্কের অনেকেই
কিন্তু সেদিন কেউ ভয় পায়নি
সেদিন কেউ পিছু হটেনি
সবাই সামনে এগিয়ে গিয়েছিলো
সবাই নিজেকে সঁপে দিয়েছিলো
শুধু একটা দেশের জন্য
শুধু একটা সত্যকে প্রতিষ্টার জন্য।।

No comments:

Post a Comment