Sunday, June 5, 2011

আমি কে?

কে জানে কোন সমান্তরাল ইচ্ছায় জানতে চেয়েছিলাম-

বিশ্ববিধাতা পুরুষ নাকি নারী?

নাকি কোন এক অজানা কারনে লিংগ মানেনি বিধাতার সংগা?

কেউ জানেনা-কেউ জানতো ও না কোন কালে

হয়তো জানতে ও পারবেনা-
তবুও বিধাতা সৃষ্টি করে যাবে ফুল পাখি
জন্ম দিয়ে যাবে একের পর এক ঢেউ
এবং আমার মনে একের পর এক প্রশ্ন !!!

হয়তো হাতের তালুর উপর আমি জমাতে পারিনি এক ফোটা জল

থেমে থাকেনি কোন সময় কিনবা অসময় আমার জন্য

পাইনি খুঁজে কোন এক অসময়ের ফাঁকে পরশপাথর কিনবা সোনার বাটি

তাই আমি শুধু খুঁজি

শুধু খুঁজি-
কে জানে কাকে খুঁজি?


আমার হাতে এখন ছোট্ট ছায়া

ক্যানভাসে যেমন ভাসে আমার স্বপ্ন

কিনবা বাস্তব ক্যানভাসে কোন এক স্বপ্নীল ডাক

আমি জানি একদিন আমি খুঁজে পাবো-

হয়তো কোন এক সুক্ষ্ম সময়ের জন্য
আমার মাঝে কিনবা আমার রক্তবীজ সন্তানের মাঝে
তাই আমি অপেক্ষায় থাকি-
জানার জন্য-বোঝার জন্য-
আমি কে?
আমি কে?
আমি কে?

বার বার ধ্বনিত হয় মনের মাঝে?

যেন কোন এক বিরাট আয়নাতে আমার প্রতিচ্ছবি

আমি নাকি অন্য কেউ আমাকেই বলে আমি নাকি আমার ছায়া

আমি নাকি কোন এক মায়া ময় কবিতার ছন্দ
যাকে বিধাতা হারিয়েছিলো- কোন এক নষ্ট সময়ের ফাঁকে।।

No comments:

Post a Comment