একা একা হেঁটে যাই তোমাদের শহরে
আমি হাঁটি সাথে গিটার আর হারমোনিকা বাজিয়ে
কেউ কাঁদে কেউ হাসে
কেউ মন খারাপ করে বসে থাকে জানালায়
আমি শুধু একা - খুব একা
একা একা পথে হেঁটে যাই।
কেউ মুখোশে থাকে আড়ালে
কেউ ডাকে হাত বাড়ালে
আমি হাসি-শুধু হাসি
গাই শুধু ভালবাসার গান
কেউ রাখে মনে রাখে আমার কান্না কলতান
আমি থাকি তবু একা
খুব একা
এই নিষ্ঠুর শহরে
তোমাদের এই খুব একা শহরে।
হয়তো দেখনি আমাকে
হয়তো শুনেছ আমার গান
আমি গেয়েছিলাম সেই দিন
সেই দুঃখ ভোলা গান
কেউ গেয়েছে সেই সুরে
কেউ কখনোই শোনেনি
সবাই থাকে সবার সাথে
সবাই হাসে- সবাই কাঁদে
কিন্তু আমি ই একা হাঁটি
সাথে ছিলোনা তো কেউ
শুধু আমার বুকে রেখেছিলাম
কান্না ভোলা ঢেঊ
তাই হাঁটি আমি হাঁটি
পুরনো সেই গিটার টা নিয়ে
আমি প্রতিদিন শুধু হেঁটে যাই
তোমাদের ই দরজায়
হারমোনিকা বাজিয়ে।।
No comments:
Post a Comment