প্রথম জন্ম
বীভৎস চিৎকার-
জরায়ুর ওলট পালট ছন্দপতন
দিশেহারা সবাই
আমি কাঁদি- লোকে হাসে
সবাই হাসে- আমি কাঁদি
ঠোঁট দুটি স্তন চাহিদায় উন্মুখ
কে যেন সেই জরায়ুতেই শিখিয়ে দিয়েছিল-
কাঁদবি -যখন ই খিদে পাবে-
তাই প্রথম বার আমি কেঁদে উঠি
প্রচণ্ড ভয়ে-নাকি খুধায়?
আমার ছোট অগ্নিসারে তখন ব্যাপক খিদে
এবং সামনে এই মানুষ গুলোর প্রতি ভয়-
আমি কাঁদি- ওরা হাসে
শরীর থেকে মুছে দেয় আমার পূর্বজন্মের লালা
আমি ক্লান্ত তবু পান করতে দেয়না আমাকে মায়ের স্তন
আমি কাঁদি - ওরা হাসে
বড় হয়ে
যখন আমি পথে পথে ঘুরি
এক মুঠো ভাতের আশায়
তখন আকাশে কাকের চিৎকার-
আমাকে ক্লান্ত করে-
ডাস্টবিনে শিশু খুঁজে ফেলে দেয়া উচ্ছিষ্ট
আমি পারিনা
মধ্যবিত্ত হয়ে পারিনা ভিক্ষা ও করতে
সেই শিশু কাঁদে খিদের যন্ত্রণায়
শিশু কাঁদে -আমি হাসি
সেই শিশু কাঁদে - আমি হাসি
হাসতে হাসতে খেয়াল করি
আমার মত অনেকেই হাসে
অনেকেই হাসে
কেউ খাবার ছুড়ে ফেলে দিয়ে হাসে
কেউ খাবার নষ্ট করে হাসে
আমি কষ্টে হাসি
কেউ আনন্দে হাসে
কেউ হাসে
কেউ কাঁদে
সময়ের পট পরিবর্তন
কাহিনী টা ছিল আসলে এরকমই।।
No comments:
Post a Comment