সাদা নীল এই স্বপ্ন গুলো নীলচে আকাশে
ঊড়ে ঊড়ে ঘুরে বেড়ায় আমার চারপাশে
আমি দেখি-ছুতে পারিনা
বৃস্টি কেন আসেনা
সইতে পারিনা
আর সইতে পারিনা।
কস্টের কথা গুলো পুড়ছে বাতাসে
নীলে নীলে যাচ্ছে ভেসে তোমার চারপাশে
তুমি কাছে আসোনা
আবার ভালোবাসোনা
সইতে পারিনা
আর সইতে পারিনা।।
No comments:
Post a Comment