Tuesday, June 14, 2011

রমনী কেমন পুরুষ চাও তুমি?


ঊচ্ছল তুমি - ভালবাসার পূর্ণতায় আজ পরিপূর্ণ হয়ে
বসে বসে স্বপ্ন দেখো- কিনবা বিছানায় শুয়ে একাকী
এই চন্দ্রালোকে-
রমণী কেমন পুরুষ চাও তুমি?
সুন্দর সাবলীল কিনবা কোন এক সুশিক্ষিত সুপুরুষ-
যে তোমাকে শেখাবে প্রাণ রসায়ন-
যে তোমাকে সেখাবে - ভালবাসায় ভিন্ন কোন মানে?
চেওনা চেওনা তুমি - হে রমণী
চেওনা সেই শিক্ষিত পুরুষকে
দেখোনি- একজন হাসান সাঈদ যখন চোখ ঊপড়ে
কামড়ে চেহাড়া ছিন্ন ভিন্ন করে শিক্ষিকা রুমানার মুখ খানি ?
দেখনি?
না দেখলে এখনি দেখে নাও সেই নরপিশাচের মুখ
ভুলেও ভেবনা সেই শিক্ষিত যুবকদের-

রমণী এবার কেমন পুরুষ চাও তুমি??
বয়স্ক কোন পুরুষ?
যে তোমাকে ভালবাসবে- স্বামীর মত-
আশ্রয় দেবে পিতার মত?
সেই ভুল কোরোনা তুমি
শোনোনি?-সেই তো কদিন আগে
ধর্ষণ শেষে ১৪ বছরের কিশোরীকে খুন ক’রলো ৬৮ বছরের বৃদ্ধ
তুমি কি সেই পিতা রুপী পিশাচদের হাতে পড়তে চাইছো?
কখনো কোরনা সেই ভুল-

কি চাইছ কোন সুপুরুষ- সুন্দর টিকলো নাক
ফর্সা - নিটোল পেশীর কোন যুবক?
না রমণী সেই ভুল তুমি কোরোনা-
জানোনা- যে পুরুষগুলো তোমাকে ভালবাসি বলে মুখে ফেনা তুলে
যে পুরুষ গুলো হাতে সহস্র ফুল নিয়ে বলে ভালবাসি-
তারাই হয়ত ভালবেসেই ছড়িয়ে দেবে তোমাদের ভালবাসার
চলচিত্র সমাজের কীটদের মাঝে-
সেখানে তুমি হবে শুধুই পণ্য-
রমণী তুমি সেই ভুল করোনা-

আজ যাকে তোমার ভাল লাগছে-
এই যুবক- এবং যুবকেরা
তেলাপোকা কিনবা অন্য কোন প্রানীর মত
ভাসছে ফেলসিডিলের স্রোতে
এদের হাসিতে থাকে শরীরের লোভ
চোখে চকচকে দেহ কামনা
শরীরের রন্দ্রে রন্দ্রে নেশার আস্তানা-

এরাই একা পেলে ছিড়ে খুড়ে খাবে তোমাকে
আজ যাকে তোমার দেখলে পরম ভালবাসা দিতে ইচ্ছে করে
সেই একদিন তোমাকে এসিডে ঝলসে দেবে-
লালসা পুরন না হলেই-
তুমি তাই সাবধান থেকো-
পুরুষগুলো এখন আর মানুষ নেই
সব পশু হয়ে গেছে-
সমাজটাকে ছিড়ে খুড়ে খাচ্ছে সবাই মিলে
তুমিও ভুলেও ওদের খাদ্য হতে যেওনা
পারলে নিজেকে বন্দি করে রাখো
তবু ও ভুল করে ভালবাসতে যেওনা ওদের।।

No comments:

Post a Comment