কেমন ছিলে আমায় ছাড়া এতটা দিন? জানতে আমার ইচ্ছে ছিল
এখানে বিকেল হলেই ঐ আকাশে ডানা মেলে চিল ঊড়ে যায়
সন্ধ্যে বেলা ঐ আকাশে লাল আধারী স্বপ্ন দেখায়
তুমি ও কি তাদের মাঝেই আমায় খুঁজো?
আমার এই শরীরটাতে বর্ষা এলেই কষ্ট করে বৃষ্টি নামে
আকাশ থেকে গড়িয়ে পড়ে করুণা ধারা
তুমি কি ঐ আকাশে তারার মাঝে আমায় খুঁজো?
নাকি স্বপ্ন দেখে হটাৎ রাতে আঁতকে উঠে কোলবালিশে
জড়িয়ে ধরে শব্দ খোঁজো- শান্তি খোঁজো?
আমি না হয় তোমার ছবি আঁকড়ে ধরে বুকের মাঝে
কাটিয়ে দেব সব কোলাহল-
জীবন যাবে - থাকবে শুধুই মনের মাঝে
হারিয়ে যাওয়া লাল পেড়ে সেই শাড়ির আঁচল
এখন তুমি কেমন আছো-জানতে বড় ইচ্ছে ছিল
সবাই বলে ভালবেসে ভুল করেছি ভুল করেছি
আমি জানি তোমার হাতে সেই বিকেলে মন দিয়েছি
এখন আমি মনটাকে তাই খুঁজে বেড়াই
মনটা শুধু তোমার কথা ভাবিয়ে আমায়-আমায় কাঁদায়
তুমি কি আমার মত আমায় ভেবে নষ্ট দিনে কষ্টে ভেজো?
আমার মত মন হারিয়ে বুকের খাঁজে- একলা একা স্বপ্ন খোঁজ?
তুমি না হয় ভুলেই গেলে-এই আমাকে তোমার মাঝে-
তবুও তোমার মাঝে কেমন আছে স্বপ্ন গুলো?
এখন তুমি কেমন আছো- জানতে বড় ইচ্ছে ছিল।।
No comments:
Post a Comment