Tuesday, June 28, 2011

এক নতুন সময়ের খোঁজে


সম্পর্ক গুলো ফিকে হয় দিনে দিনে
আপত্তি থাকেনা কোন অবহেলায়
কিনবা নিখাত চুম্বনে
হয়তো এক মুখ শিশা ঠোটে নিয়ে
প্রেমিকাকে দেখে মনে হয়
যেন কোন এক গণিকা
যে সব শেষে যায় মিশে কোন এক
অন্ধকার নিমেশের শেষে-
অনির্বাণ চেয়ে থাকে কোন এক প্রেমহারা যুবকের দল
কেঊ কাঁদে কেঊ হাসে
কেঊ শুধুই পড়ে যায় নেশার অন্য কোন ফাঁদে


এখানে সময় স্থির
মানুষ গুলো মানুষ থাকেনা দিনের অবশেষে
তাই কোন এক বিদিশার কালে
হাতে পায়ে ছিদ্র করে প্রবেশ করে হিরোয়িনের ছোঁয়া
তারপর ওরা মানুষ নয়
অন্য কোন পশুর বেশে
অতিক্রম করে নিবিড় কারাবাস


অতঃপর ওরা দেহের ভেতর টের পায়
কোন এক অজানা পশুর অস্তিত্ব
পরম অবহেলায় যাকে পালন করেছিলো নেশার পরশে
খিদে নিয়ে বিনম্র সন্তান যখন ক্ষিপ্র হয় পাগলের দেশে
সব শেষ হবে ভেবে হয়ত শান্তি পায় নিখিল ঈশ্বর
তখন কোন এক কালচে সিড়িতে
বার বার ধর্ষণ করে একটা মেয়েকে
কোন এক হিংস্র পশু
আমি ও পুরুষ তখন নেশার আড়ালে
ছড়িয়ে দিতে বসে থাকি নেশার ওষুধ।।

No comments:

Post a Comment