Wednesday, June 29, 2011

বিস্মৃত কামনা


খুব বেশি কিছু নয় আমি পিছুটান চেয়েছিলাম
আকাশের ডানা মেলে দেয়া পাখিটার মত
কিনবা রোদ হারা জোছনার মত
আমি পাইনি-
নিখিলের অনীল থেকে নিয়ে আসেনি কেউ নীল পদ্ম।

অতিরিক্ত ছিল কিনা জানিনা-
আমি আর একটু ভালবাসা চেয়েছিলাম
দিগন্তের শেষে প্রতিদিন যেখানে দিবাকর এসে ফিরে
আকাশ থেকে নেমে আসে বৃষ্টিধারা
আমি পাইনি
বুকে জড়িয়ে কেউ বলেনি - ভালবাসি।

তাই আমি আজ একা-
এই নিষ্ঠুর শহরে- এত জনমানুষের ভীড়ে আমি একা
এতটাই একা যে আধাভেজা কাক ও দেখে ভয় পায় আমাকে
এতটাই বাঁধন কেউ দেয়নি আমাকে-
হয়ত তাই অতিরিক্ত স্বাধীন আমি
এত স্বাধীনতা তো আমি চাইনি-
শুধু ভালবাসা চেয়েছিলাম
ভালবাসতে চেয়েছিলাম।
চেয়েছিলাম কোন এক জোছনা রাতে
আমি ভেসে যাব প্রেমের সাগরে
পারিনি।

তাই জোছনা এলেই
আমাকে স্বতসিদ্ধ করেনা সুনীল চাঁদোয়া
আমি বৃক্ষের কাছে মৌনতা শিখি-
শিশিরের ঠোঁটে জলছাপ শিখি
কেউ ভালবাসা শেখায়না
আমি ভালবাসি-
লালে লাল ভালবাসা- কিনবা নীলচে রাঙ্গা ভালবাসা
জোছনা এলেই আমি ভালবাসা শিখি-
তবুও কেউ এসে বলেনা
ভালবাসি - ভালবাসি।।

অন্তরীপে সুনীল জোছনা খেলা করে প্রতি পূর্ণিমায়
বয়স আমার বেড়ে হয় নিষ্ঠুর বটগাছ
আঙ্গুলের ফাঁকে জমে যায় কালশিটে বার্ধক্য
সোনালী চুলের ফাঁকে দেখা দেয় সাদাটে আভা
আমি ডাক দিতে গিয়ে পিচ্ছিল পথে বার বার হোচট খেয়ে ভাবি
বয়স বেড়ে চলেছে নিরন্তর
তবুও কেঊ এসে বলেনা
ভালবাসি- ভালবাসি।।


No comments:

Post a Comment