আমাকে ও মেরে ফেল তোমরা
লাথি মারবে- কিল দেবে
সাথে দেবে দুটো বাড়ি মাথার ভেতর
যেন এক বাড়িতে বের হয়ে যায় মাথার ভেতর থাকার
হ্লদে ঘিলু
তারপর আমাকে বানাও কুখ্যাত সন্ত্রাসী
আমাকে ও মেরেফেল
যেভাবে মেরেছ তোমরা ছয় জন নিরপরাধ তরুণকে
কিনবা মিলন কে
তারপর আমাকে ঝুলাও তোমরা বিচারের কাঠগড়ায়
আমাকে বাঁচতে দিওনা
আমি বেঁচে থাকলেই
বেঁচে থাকবে এক কুখ্যাত ডাকাত
আমাকে বাচিয়ে রাখলেই
দেখবেনা আমার মায়ের চোখের জল
তাই একজন মায়ের কুখ্যাত সন্তান কে মেরে তোমরা খুশি হও হে জনতা
একজন পিতার স্বপ্ন গুড়িয়ে যেতে দেখে খিল খিল করে হাসো
কিনবা এক নাম না জানা বোনের প্রিয় ভাইকে ধিক্কার দাও সন্ত্রাসী বলে
আমাকে বাচিয়ে রেখোনা
আমি এই নষ্ট পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছি
এই পৃথিবী এখন নষ্টের দখলে
ক্ষমতা এখন নষ্টের শিখরে
তাই ক্ষমতা থাক্তেই আমাকে হত্যা কর জনরোষে
নয়ত বিশাল ভুল হয়ে যাবে
যে ভুল শোধরাতে পারবেনা জীবনেও।।
No comments:
Post a Comment