Sunday, August 7, 2011

►►►►►পৌনপুনিক অক্ষম ভালবাসা ◄◄◄◄◄

তুমি হীন একটা কবিতা লিখব ভেবে আমি কাটিয়ে দিয়েছি হাজারো অমানিশা
হাতের মাঝে নেই কোন কালিমা-দেখি হাতের রেখায় ও ছিলনা কোন কালে
কপালের মাঝে ভ্রুর ভেতর খুঁজি জন্মদাগ- সেখানে ও নেই কোন নাম পরিচয়
শুধু চুলের মাঝে হারাতে গেলেই মনে পড়ে তোমার কথা এবং
তখন শুন্যতার মাঝে হাহাকার করে ওঠে নীল বৃক্ষের গাংচিল গুলো-
চোখের পাতার মাঝে হটাত করে জেগে ওঠে একরাশ জল
জল নাকি সমুদ্র? কে জানে
কান্না আমাকে শোভায় নি কখনোই
তাই আমি কাঁদি বৃষ্টি এসে ভিজিয়ে দিলে
আমি কাঁদি যখন ঝি ঝি পোকা এসে ডেকে যায় তোমার নাম এক স্বরে
তারপর আমি আবার লিখতে বসি- কবিতা হয়না কোনটাই
ভুলে ভালে ভরা মহাকাব্য হয়-
কান্নায় মাখা ট্রাজেডি হয়
জীবন মুখি গান হয়-
কিন্তু কোনটাই কবিতা হয়ে ওঠেনা
কেন কে জানে?

আকাশের বুকে চিল ওড়ে
অপেক্ষায় থাকে কবে আমার আরেকটা অরচিত কবিতার মৃত্যু হবে
কবিতার জঠরে - কিনবা কবিতার খাতার কৃত্রিম জরায়ুতে
নাকি আমাকেই আমি যখন প্রাণহীন ঘোষণা করব
তুমি হীন বেঁচে থাকার অর্থহীনতায় তখন সে এসে ঝাপিয়ে পড়বে
তুমি হীন আমার ঊপর?
কে জানে-

চিৎকারের শক্তিনেই- শেষ সীমা অতিক্রম করেছে অন্ধকার অক্ষমতা
নিজেকে পাথরের মত অক্ষম মনে হয়
শুধু অক্ষম আমি একটা কবিতা লেখার আশায়
বসে বসে ভাবি
শুধুই তোমাকে ভুলার কথা
শুধুই তোমাকে ভালবাসার কথা
জানি সবই পৌনপুনিক
তবুও আজো ভাবতে ভালই লাগে।।

No comments:

Post a Comment