কি হোল ? কি ভাবছো? এত ভেবে কি হবে?
মরতে এসে এতবার ভাবতে নেই
বেশী ভেবে কি হবে?
এই নাও দড়ি- নাও ঝুলে পড়ো ওই সিলিং থেকে
ব্যাথা পাবার আগেই শরীর থেকে আত্মা নামের অদৃশ্য জ্বালাময় কিছু
এক নিমিশেই উড়ে চলে যাবে
শরীর টা দুলবে বাতাসে- হয়ত জিবটা বের হয়ে আসবে ভয়ংকর সুন্দর ভাবে
পায়ের গোড়ালির কাছে টান খাবে-
ভেঙ্গে যাবে মেরুরজ্জু একটানে
পৌছে যাবে তুমি বিশ্রী নরকে
কি হোল? কি এত ভাবছো? প্রেম করার সময় কি এত ভেবেছিলে?
শরীরের সাথে যখন শরীর মিলিয়ে করেছিলে কাম
তখন কি মনে ছিলনা? তখন কি একবার ও ভাবতে পারোনি?
কামের মানে জরায়ুর মাঝে নিমগ্ন জীব?
কামের মানে অনিচ্ছা মাতৃত্বের যন্ত্রনা?
নাহয় যাও নষ্ট করে এসো বাচ্চাটাকে
ইঞ্জেকশনের সাথে বেরিয়ে যাবে সঙ্গম পাপ
কি ভাবছো এত?
চুমু খেয়ে যখন আদর করেছিলে তখন মনে ছিলনা?
পিতা হবার ক্ষমতা আছে- পিতৃত্বে রুচি নেই তোমার মরদের?
কি হবে এখন?
যখন তোমার এই নষ্ট পাপ চিৎকার করে পিতার সংজ্ঞা জানতে চাইবে?
জানতে চাইবে কে তাঁকে ডিম্বাশয়ে নিষিক্ত করেছে?
কে তাঁকে দিয়েছে চৌদ্দ পুরুষের স্মৃতি?
কি উত্তর দিবে তুমি?
কামনার আগুনের হল্কা কি এখন টের পাচ্ছো জরায়ুতে?
টের পাচ্ছো সুলক্ষনা থেকে বেগানা হবার বেগ?
এই গতি তোমাকে নিচে নামিয়েছে-
ভুলে যেওনা- এই সমাজে পুরুষের জন্য কোন দোষ আসেনি
এই সমাজে বেজন্মার জন্য আসেনি কোন প্রাথমিক বিদ্যালয়
সুতারাং- এই নাও দড়ি-
ঝুলে পড় এই দশ ফিট সিলিং থেকে
ফ্যানের পাখায় ঝুলে থাকো নিরব নিথর পাপ নিয়ে
অথবা নষ্ট করে এসো- করে এসো এম আর আই
চিন্তা নেই-এখনকার দিনে মা বাবা রা খোঁজ রাখেনা
তাদের মেয়ে কোথা থেকে ফিরছে
রঙ্গালয় নাকি প্রাইভেট ক্লিনিক থেকে।।
No comments:
Post a Comment