Saturday, August 13, 2011

লিরিক/// কান্নার গান - উৎসর্গ তারেক মাসুদ ও মিশুক স্যার কে

গাইব না আজ কোন গান আমি
মনটা খারাপ খুব
মন খারাপের পদ্মজলে
দিচ্ছি আমি ডুব
শুনবো না আজ কোন গল্প
কান্না পাচ্ছে খুব
না ডেকোনা আমায় তুমি
মন খারাপে ডুব ।।
তোমার জন্য কান্না আমার থামবেনা কভু
আর পারিনা কাঁদতে আমি-(আমাকে) বাঁচাও প্রভু (২)

লিখবোনা আর কোন গান
কবিতা ছাড়া
গাইতে গেলেই কান্না পাবে
বাঁধন হারা
জীবন কেন যে থেমে যায়
অদ্ভুত এভাবে
(তোমার) মরনের পর কেন আমার
এত কান্না পাবে?
আর পারিনা আর পারিনা বুকের মাঝে ব্যাথা
ভুলবো না আমি ভুলবো না তোমার স্মৃতি গাথা (২)

No comments:

Post a Comment