Saturday, March 10, 2012

রাস্তা/

রাস্তা/

রাস্তাগুলো সব গিয়ে মিশছে রাস্তার পেটে
হাত মাথা বুক কিছু ছিলোনা তাতে
হারিয়ে যাওয়া সব মুখ মানুষের কথা বলে

সেই কথা গুলো কাগজের পরতে মিশে হয়ে যায় গান
সময় গেলেই সব কাগজ হয়ে যায় ম্লান
তবু একদিন ইতিহাস সব গিলে ফেলে
সে ইতিহাস পড়ে কেমন করে ভাবে
অস্থির মানুষের দল ।

সেই রাস্তায় দেখো কতযে মানুষ হেটে চলে
নিয়নের আলোতে রাস্তার কালো কিছুটা বাড়ে
সে কালোতে হেটে হেটে শরীর বিকায় যে মেয়ে
মুখোশ পড়া মানুষেরা শুধু থাকে তার দিকে চেয়ে
কেউ তাকে নিয়ে যায় এক রাতের জন্য
এক রাতে সব ভীত কাপুরুষ হয় বন্য
সেই রক্তের ধারাপাত ফ্লাস হয় কমোডে
চোখের জলে ধুয়ে যায় রাতের সকল পাপ

তারপর সবাই পথ ভুলে নেমে আসে রাস্তায়
রাস্তায় হেটে হেটে সবাই রাস্তা খুঁজে যায় ।

সেই রাস্তায় একদিন কেউ মরে পড়ে থাকে
জীবিত মানুষেরা সেই মানুষকে মৃত বলে
মরা মানুষের চোখ খোলা দেখেনা কিছু
কনক্রিট শহরে কেউ ফেরেনা পিছু
একদিন সেখানে বয়ে চলে মানুষের নদী
থেমে থাকেনা থামলেই মৃত্যু হয় যদি
তবু ও মানুষ গুলো মরে যায় হটাত করে
পড়ে থাকে কোন এক ব্যাস্ত রাস্তার মোড়ে

সবাই ক্ষনিকের জন্য চুক চুক করে
তারপর ভুলে যায় সেই দুঃখের গান
তারপর সবাই রাস্তায় নেমে আসে
সেই থেকে রাস্তাকে সবাই ভালবাসে
তবু রাস্তা কাউকে মনে রাখেনাকো
ভুলে যায় সবাই চলে গেলে রাস্তার মোড়।

রাস্তায় তারপর এসে মিশে যায় রাস্তা
রাস্তার পেটে এসে মিশে যায় সব রাস্তা।।

1 comment: