Saturday, March 10, 2012

জোছনার গান

আজ জোছনায় ডুবেছে শহর
চারিদিকে জমাট আলোক
চেয়েছলাম পালিয়ে যাব
ফিরবোনা নিষ্টুর শহরে
পালাতে গিয়ে দেখি
আজ জোছনায় ডুবেছে শহর

চাঁদের আলো নিষ্টুর লাগে আজ

পুড়ে পুড়ে যায় নীলচে মোহনা আমার
আকাশের বুকে ঝুলে থাকে অন্ধ কালো চাঁদ
চাইনি আমি চেয়েছিলাম এক মিষ্টি অমাবস্যা
সে অমানিশা আসেনি আজ
যেই আমি পালাব ভেবেছি
সেই দেখি জোছনা অপার

এ শহরে ঠাই হয় না ঘড় হারা বালকের আজ
শুধু খুঁজে পাই কামনার ছাই
এই জোছনা চাইনিকো আমি
আমি শুধু নিরেট অন্ধকার চাই

এই ঘন আলোকে পুড়ে যায় মন
এই পোড়া মন চলে যেতে চায়
পালাতে পারিনা এ শহরের পলাতক চাঁদ থেকে
পালাতে গিয়ে দেখি
জোছনায় ডুবেছে শহর।।

No comments:

Post a Comment