Saturday, March 10, 2012

শত্রু

সবাই কবিতা লিখছে নিজের মত করে
আর আমি আমার ভেতর ছয়জন শত্রু নিয়ে যুদ্ধ করি
আমার হাতে অস্ত্র থাকেনা পড়ে যায় বার বার
আমি সেই পরাজয়ে হেসে হেসে উঠি
তারপর নিজের ভেতরের কামনা জেগে ওঠে
আমাকে টুকরো করে ভেতর থেকে বের করে অন্ধ ক্রোধ
লোভ আর মোহ ছিড়ে ছিড়ে খেতে থাকে আমার হৃদয়
মদের নেশায় মাৎসর্য আমার কাছে স্বর্গীয় মনে হয়
কালো থেকে খয়েরী রং এ মেতে ওঠে আমার আত্মা
দিগ্বিদিক জ্ঞানশুন্য আমি বার বার এই খেলায় মেতে থাকি
বার বার আমি নিজেকে শুদ্ধ করি
এবং পরাজিত হই।।

1 comment: