Monday, March 12, 2012

শব্দ পদ্য

বাদ গেল সব শব্দ
শুধু তোমায় নিয়ে আমার ছন্দবদ্ধতা
ছিড়ে গেল সব কাব্য
এক শঙ্খচিলের বুকের নিস্তব্ধতা

এই স্তব্ধতার কারন তুমি ছিলে
শুধু পাতার ঝড়ার মাঝের নিরবতা

এই কান্নার কারন তুমি ছিলে
শুধু জলের অভাবে কান্নার অক্ষমতা
...
থেমে যাওয়া কান্নার বুকে আমি ক্যানভাস আঁকি
শব্দের গ্রন্থি খুঁজে শব্দ বাজ দের দেয়া ফাঁকি
সময়ের শৃংখল ছিড়ে চলে যেতে চাই
ভাসাব ভেবে এই কান্নায় কষ্ট মাখাই

থেমে গেল সব কান্না
শুধু তোমায় ভেবে কবিতা লেখা আর না
মুছে ফেলা সব ক্লান্তি
মনে পড়ে যাওয়া নরম মুখের হাসি কান্না

বাদ গেল শব শব্দ।।

2 comments:

  1. ঈদুল আযহা ২০১৬, সব গুলো বাংলা HD নাটক দেখতে চ্যানেলটি ভিজিট করুন। এবং নতুন নতুন নাটক দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
    লিঙ্কঃ https://www.youtube.com/channel/UCiMID7WQFVqOjW7iBrZd-4Q

    ReplyDelete