সেদিন একুশের প্রথম প্রহরে
আমি বুকভরা শ্রদ্ধা নিয়ে গিয়েছিলাম একুশবেদী তে
হাতে দুটো কাঁচা হলুদ গাঁদা
আমি কাল গুনছিলাম কবে ফুলদিবো পরমশ্রদ্ধায়
কিন্তু আমার সামনে দাঁড়িয়ে একদল লোক
তাদের তাদের শোর্য বীর্য প্রকাশ করল ওখানে
নিজেদের নাম তারা ঘোষনা করাল একুশবেদীতে
আমি নিরবে দেখলাম
তারা কেউ একুশ ভালবাসেনা
ওদের হাতে ফুলের তোরায় ঘুষের গন্ধ
ওদের দামী পোষাকের আড়ালে বিদেশী ভাষার কড়কড়ে গন্ধ
হাতে ধরা প্ল্যাকর্ডের কোণায় লোকদেখানো ভালবাসার হাসি
বেদীতে ফুলদিয়েই ওরা ঘুরে দাঁড়িয়ে
পটাপট তুলে ফেলতে লাগলো ডিজিটাল-এনালগ ছবি
ওদের লোকদেখানো সাঁজের মাঝে একরাশ স্বার্থপরতা
আর কর্পোরেট বিলাসিতা
আমি ফুলদুটো না দিয়েই ফিরে আসি
বেদীতে ফুলদেয়াই যদি ভালবাসা হয়
কর্পোরেট বিজ্ঞাপনই যদি ভাষাদিবসের উদ্দেশ্য হয়
তাহলে সেই ভালবাসা আমার না দেখালেও চলবে
আমি মাকে ভালবাসি
আমি এ দেশকে ভালবাসি
আমি বাংলা ভাষাকে ভালবাসি
এটা মানুষকে না দেখালেও আমার চলবে।।
আমি বুকভরা শ্রদ্ধা নিয়ে গিয়েছিলাম একুশবেদী তে
হাতে দুটো কাঁচা হলুদ গাঁদা
আমি কাল গুনছিলাম কবে ফুলদিবো পরমশ্রদ্ধায়
কিন্তু আমার সামনে দাঁড়িয়ে একদল লোক
তাদের তাদের শোর্য বীর্য প্রকাশ করল ওখানে
নিজেদের নাম তারা ঘোষনা করাল একুশবেদীতে
আমি নিরবে দেখলাম
তারা কেউ একুশ ভালবাসেনা
ওদের হাতে ফুলের তোরায় ঘুষের গন্ধ
ওদের দামী পোষাকের আড়ালে বিদেশী ভাষার কড়কড়ে গন্ধ
হাতে ধরা প্ল্যাকর্ডের কোণায় লোকদেখানো ভালবাসার হাসি
বেদীতে ফুলদিয়েই ওরা ঘুরে দাঁড়িয়ে
পটাপট তুলে ফেলতে লাগলো ডিজিটাল-এনালগ ছবি
ওদের লোকদেখানো সাঁজের মাঝে একরাশ স্বার্থপরতা
আর কর্পোরেট বিলাসিতা
আমি ফুলদুটো না দিয়েই ফিরে আসি
বেদীতে ফুলদেয়াই যদি ভালবাসা হয়
কর্পোরেট বিজ্ঞাপনই যদি ভাষাদিবসের উদ্দেশ্য হয়
তাহলে সেই ভালবাসা আমার না দেখালেও চলবে
আমি মাকে ভালবাসি
আমি এ দেশকে ভালবাসি
আমি বাংলা ভাষাকে ভালবাসি
এটা মানুষকে না দেখালেও আমার চলবে।।
No comments:
Post a Comment