শহীদেরা আমাকে ক্ষমা করে দিও
আমি ভুল করে বিদেশী ভাষায় গালি দিয়ে ফেলেছি
এভাষা আমাকে আমার মা আমাকে কখনো গালি দেয়নি
এ ভাষায় আমার বাবা কখনো চিৎকার করেনি
এ ভাষায় আমার বোন কখনো খিলখিল করে হাসেনি
আমাকে তোমরা ক্ষমা করে দিও
আমাকে তোমরা ক্ষমা করে দিও।।
শহীদেরা আমাকে ক্ষমা করে দিও
আমি ভুল করে বিদেশী ভাষায় ভালবাসি বলে ফেলেছি
এভাষায় আমাকে আমার মা কখনো আদর করেনি
এ আবেগে বাবা কখনো আবেগে জড়িয়ে ধরেনি আমার মাকে
আমার ভাই কখনো গর্জে ওঠেনি শ্লোগানে
আমাকে তোমরা ক্ষমা করে দিও
আমাকে তোমরা ক্ষমা করে দিও।।
শহীদেরা আমাকে ক্ষমা করে দিও
আমি ভুল করে গেয়ে ফেলেছি বেদেশী ভাষায় গান
ভুল করে নেচে ফেলেছি বিদেশী সংগীতে
এ ভাষায় আমার মা কখনো গুংগুন করে ধান ভানেনি
এ ভাষায় আমার বাবা কখনো গায়নি জারি-সারি
এ ভাষার গানে গানে মেহেদী রান্গানো হয়নি আমার বোনের হাত
আমি ভুল করেছি হে শহীদেরা
আমাকে তোমরা ক্ষমা করে দাও
আমাকে তোমরা ক্ষমা করে দাও।।
আমি ভুল করে বিদেশী ভাষায় গালি দিয়ে ফেলেছি
এভাষা আমাকে আমার মা আমাকে কখনো গালি দেয়নি
এ ভাষায় আমার বাবা কখনো চিৎকার করেনি
এ ভাষায় আমার বোন কখনো খিলখিল করে হাসেনি
আমাকে তোমরা ক্ষমা করে দিও
আমাকে তোমরা ক্ষমা করে দিও।।
শহীদেরা আমাকে ক্ষমা করে দিও
আমি ভুল করে বিদেশী ভাষায় ভালবাসি বলে ফেলেছি
এভাষায় আমাকে আমার মা কখনো আদর করেনি
এ আবেগে বাবা কখনো আবেগে জড়িয়ে ধরেনি আমার মাকে
আমার ভাই কখনো গর্জে ওঠেনি শ্লোগানে
আমাকে তোমরা ক্ষমা করে দিও
আমাকে তোমরা ক্ষমা করে দিও।।
শহীদেরা আমাকে ক্ষমা করে দিও
আমি ভুল করে গেয়ে ফেলেছি বেদেশী ভাষায় গান
ভুল করে নেচে ফেলেছি বিদেশী সংগীতে
এ ভাষায় আমার মা কখনো গুংগুন করে ধান ভানেনি
এ ভাষায় আমার বাবা কখনো গায়নি জারি-সারি
এ ভাষার গানে গানে মেহেদী রান্গানো হয়নি আমার বোনের হাত
আমি ভুল করেছি হে শহীদেরা
আমাকে তোমরা ক্ষমা করে দাও
আমাকে তোমরা ক্ষমা করে দাও।।
No comments:
Post a Comment