Monday, February 21, 2011

গৃহপালিত

আমি কিছুই লিখতে পারিনি রিপা
রবীন্দ্রণাথ বা নজরুলের মত
সুকান্ত বা জীবনানন্দের মত
আমি তেমন কিছুই লিখতে পারিনি
শুধুই নিঃসন্গ কলমের খোঁচায়
তোমার শরীরের অবয়ব এঁকে
লেপ্টে দিয়েছি দুর্দান্ত স্কেচে।।

চারিদিকে বোমা।বারুদের গন্ধ।
ধর্ষণ।চিৎকার।
বেয়নেট।মিছিল।শহীদ মিনার।
"এই সরকারের পতন হোক"
"সকল স্বরযন্ত্র ঐ বিরোধী দলের"
নানা শ্লোগান ঘুরেছে আমার
বা আমাদের চারপাশে
ঘটনা তৈরি হয়েছে মিডিয়াতে
পড়েছে ঘটনার প্রয়োজনে লাশের পর লাশ।
মায়ের কান্না।বোনের আহাজারি।
আরেকটি ইস্যু।আরেকটি আন্দোলন।
অথচ আমি তোমার হাসির মাঝে
রিপা-তোমার হাসির মাঝে
হারিয়ে গিয়েছিলাম।।

ঔষধের অভাবে মরেছিলো শিশুটা
যৌতুক দিতে না পেরে অপমানে
গলায় দড়ি দিয়েছইলো আটপৌরে সুরন্জনা
পাশের ফ্লাটের মলি ভাবী নিষিদ্ধ সম্পর্কে জড়িয়েছিলো
আফসার সাহেবের সাথে
তবুও আমি কিছুই উচ্চারণ করিনি রিপা
তোমার ঘনকালো চুলের মাঝে
খুঁজেছিলাম কবিতা পাঠের আনন্দ।।

দ্রব্যমুল্য বেড়ে হয়েছে তিনগুন
সাইক্লোন আর বন্যায়
মরেছে হাজার হাজার
শীতে কষ্ট পেয়েছে এবার
উত্তর বন্গের বৃদ্ধ ও শিশুরা
তবুও আমি কিছুই লিখতে পারিনি রিপা-
তোমার উনিশ বছরের চামড়ার শরীরে
মুখ গুঁজে আমি গৃহপালিত হয়েছিলাম।।

No comments:

Post a Comment