Wednesday, March 23, 2011

ঘাসফড়িং আমি কিনবা অন্যকিছু

রিপা -আমি হয়তো মানুষ নেই আর
তুমি চলে যাওয়ার পর-আমি হয়তো মানুষ নেই আগের মত
ঘাসফড়িং হয়ে গেছি নির্বিকার ভাবে
মানুষ হলে তোমাকে মনে পড়বে খুব
তাই আমি আর মানুষ নেই
মরা মাছের চোখ নিয়ে বর্ণিল পাখার ঘাসফড়িং হয়ে গেছি চট করে
মাথায় গোল্ডফিসের আত্মা নিয়ে আমি এখন দিব্যি আছি
তোমার কথা মনে পড়লেও ভুলে যাই মিনিটেই
আমার চারপাশে হাজারো ঘাসফড়িং এর মত
আমি হয়তো প্রজনন করিনা-কোনো ফড়িংরির বুকে মাথা রাখিনা
সুখে আৎকে উঠিনা কঠিন ভাবে
দুঃখে কেঁদে ভাসাইনা একুল ওকুল
সংগমে ক্লান্ত হইনা আগের মত
চিৎকার করে কাঁদিনা সবার মত

অন্য সব ঘাসফড়িং এর মত আমি হয়তো সত্যিকারের
ঘাসফড়িং ও হতে পারিনি
তবে বুকে হাত রেখে বলতে পারি রিপা-
আমি আর আগের মত মানুষ নেই
মানুষ থাকলে প্রতিদিন দুপেয়ে মানুষের মত চুমু খেতাম
প্রতিদিন যেতাম রন্গালয়ে-নুপুরের ঝংকার শুনতে
পুরোনো তানপুরার তারে ধুলো জমেছে দেখে মুখ বুঝে থাকতাম না
সামনে অভুক্ত মানুষ গুলোর দিকে ওপরতলার মানুষের শোষন দেখে
চুপ করে থাকতাম না
হয়তো এখন আমি টিকটিকির মত
সত্য কথা শুনলে ই টিকটিক করি
কিন্তু রিপা জেনে রেখো-আমি আর সেই আগের মত সংগ্রামী মানুষ নেই
যার কোলে মাথা রেখে তুমি শোনাতে ঘুমপাড়ানি গান
যাকে ভালবেসে তুমি সঁপে দিতে সমস্থ সংযম
যার ভালবাসার কাছে নতি স্বিকার করেছিলে ডাহুক পাখির মত
দিব্যি বলছি রিপা -আমি আর সেই মানুষটা নেই
আমি আজ শুধুই ঘাসফড়িং-আগে পিছে আজ কোন পদবি নেই....

No comments:

Post a Comment