জানি আমি এরকম ভাবেই সহজ হয়ে যাবো একদিন
তোমার চলে যাওয়া আমাকে কাঁদাবে না
আমি তোমার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে থেকে
হবোনা কান্নার শিকার
সেই আগের মতো
আজকের মত জোছনা হলেই
এই আমি আর যাবোনা বনে
জোছনা এলেই বনে যেতে হয়না
জোছনার আলো লাল নীল হয়ে
পৌছাবে আমার দুয়ারে
আমি দুহাত তুলে ধরতে গিয়ে
হতবিহব্বল -অতঃপর নিরাশ হয়ে
দীর্ঘশ্বাস-এবং দীর্ঘশ্বাসে
উড়িয়ে দেব তোমাকে না পাওয়ার হতাশা
জোছনায় আমার তাই কিছুই যায় আসেনা
আমি জোছনা এলেই দোকলা হয়ে বনে যাবনা
জোছনা এলে ই সবাই বনে যায়
জোছনা এলে সবার মনে প্রেম জেগে ওঠে
জোছনা এলে সবার মনে কাম জেগে ওঠে
জোছনা এলে তাই সবাই বনে যায়
জোছনা এলে সবাই অতীব্র খুশিতে মেতে ওঠে আদিম খেলায়
আমার মনে প্রেম নেই
আমার মনে কাম নেই
আমার মনে তোমার দেহের প্রতি লিপ্সা নেই
আমার মনে তোমাকে হারাবার যন্ত্রনা নেই
আমার মনে তোমার জন্য নেই একশো আটটি নীল পদ্ম
আমি তোমাকে ভুলে গেছি
আমি তোমাকে ভুলে যেতে চাই
আমি তোমাকে নিয়ে জোছনা দেখতে চাইবনা
আমি তাই জোছনা এলেই
তাদের মত চলে যাবনা বনে
আমি এখন একা
একদিন তোমার কথা ভুলে গিয়ে এই আমি
পথ ভুলে আবার অমানুষ হয়ে উঠবোনা
একদিন তোমার কথা মনে এলেই
আমি লিখে যাবনা কবিতা কিনবা গান
একদিন তোমার কথা ভুলতে গিয়ে আমি
কেঁদে উঠবোনা শিশুর মতন
আমি চাই আমি একদিন তোমার হাতে টাইয়ের নট না বেঁধেই
রওনা দিব অফিসের পথে
আমি ভুল করে ও মনে করবোনা তোমাকে
আমি ভুল করে ও জোছনা এলেই
বনের পথে রওনা দেবার আশায়
তোমাকে ভুল করে ডেকে বসবোনা গভীর ঘুম থেকে
তবুও আমার সাথে স্বরযন্ত্র হয়
তবুও অষ্টমীর প্রহর গেলেই চাঁদেটা মেতে ওঠে জোছনা টেনে আনার স্বরযন্ত্রে
তবুও আমাকে ঘিরে মেতে ওঠে কবিতার পদাবলী
আমার বুকে ছলাৎ ছলাৎ ঢেউ তুলে
বেজে ওঠে বিচ্ছেদী গান
আমি তবুও জোছনা এলেই প্রেমে মগ্ন জুটি দেখে
মনে করে ফেলি তোমার হারিয়ে যাওয়া
আমি নষ্ট হয়ে যাই
আমি নষ্ট হয়ে যাই ছিন্ন পাতার মত
শুধুই জোছনা দেখে.....
তোমার চলে যাওয়া আমাকে কাঁদাবে না
আমি তোমার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে থেকে
হবোনা কান্নার শিকার
সেই আগের মতো
আজকের মত জোছনা হলেই
এই আমি আর যাবোনা বনে
জোছনা এলেই বনে যেতে হয়না
জোছনার আলো লাল নীল হয়ে
পৌছাবে আমার দুয়ারে
আমি দুহাত তুলে ধরতে গিয়ে
হতবিহব্বল -অতঃপর নিরাশ হয়ে
দীর্ঘশ্বাস-এবং দীর্ঘশ্বাসে
উড়িয়ে দেব তোমাকে না পাওয়ার হতাশা
জোছনায় আমার তাই কিছুই যায় আসেনা
আমি জোছনা এলেই দোকলা হয়ে বনে যাবনা
জোছনা এলে ই সবাই বনে যায়
জোছনা এলে সবার মনে প্রেম জেগে ওঠে
জোছনা এলে সবার মনে কাম জেগে ওঠে
জোছনা এলে তাই সবাই বনে যায়
জোছনা এলে সবাই অতীব্র খুশিতে মেতে ওঠে আদিম খেলায়
আমার মনে প্রেম নেই
আমার মনে কাম নেই
আমার মনে তোমার দেহের প্রতি লিপ্সা নেই
আমার মনে তোমাকে হারাবার যন্ত্রনা নেই
আমার মনে তোমার জন্য নেই একশো আটটি নীল পদ্ম
আমি তোমাকে ভুলে গেছি
আমি তোমাকে ভুলে যেতে চাই
আমি তোমাকে নিয়ে জোছনা দেখতে চাইবনা
আমি তাই জোছনা এলেই
তাদের মত চলে যাবনা বনে
আমি এখন একা
একদিন তোমার কথা ভুলে গিয়ে এই আমি
পথ ভুলে আবার অমানুষ হয়ে উঠবোনা
একদিন তোমার কথা মনে এলেই
আমি লিখে যাবনা কবিতা কিনবা গান
একদিন তোমার কথা ভুলতে গিয়ে আমি
কেঁদে উঠবোনা শিশুর মতন
আমি চাই আমি একদিন তোমার হাতে টাইয়ের নট না বেঁধেই
রওনা দিব অফিসের পথে
আমি ভুল করে ও মনে করবোনা তোমাকে
আমি ভুল করে ও জোছনা এলেই
বনের পথে রওনা দেবার আশায়
তোমাকে ভুল করে ডেকে বসবোনা গভীর ঘুম থেকে
তবুও আমার সাথে স্বরযন্ত্র হয়
তবুও অষ্টমীর প্রহর গেলেই চাঁদেটা মেতে ওঠে জোছনা টেনে আনার স্বরযন্ত্রে
তবুও আমাকে ঘিরে মেতে ওঠে কবিতার পদাবলী
আমার বুকে ছলাৎ ছলাৎ ঢেউ তুলে
বেজে ওঠে বিচ্ছেদী গান
আমি তবুও জোছনা এলেই প্রেমে মগ্ন জুটি দেখে
মনে করে ফেলি তোমার হারিয়ে যাওয়া
আমি নষ্ট হয়ে যাই
আমি নষ্ট হয়ে যাই ছিন্ন পাতার মত
শুধুই জোছনা দেখে.....
No comments:
Post a Comment