পড়ো- ঈ
ঈগল পাখি গাছের 'পরে
কিন্তু ওরা একদিন ঈগলের মত নেমে এসেছিলো ধরনীতে
এবং ওদের পেছনে ছিলো দৃশ্যপরিচালনাকারীর আদেশ
"হত্যা করো"
এবং ওরা হত্যা করতে শুরু করেছিলো
মাটিতে অজগর হয়ে
আকাশে ঈগল হয়ে
ফেলে ছিলো একেরপর এক বোমা
যারা ফেটেছিলো স্বশব্দে
এবং ফেটেছিলো ভয়ানক শক্তিতে
যারা নিরীহ ছিলো
যাদের কোন দোষ ছিলোনা
তারা আক্রান্ত হয়েছিলো
তাদের মাঝে হয়তো ছিলো তোমার ও পূর্বপূরুষ
এবং তারা মরতে মরতে সংখ্যায় হয়েছিলো
ত্রিশ লাখ
এবং তাদের গননার আগেই
দৃশ্যপরিচালনাকারীর অদৃশ্য আদেশে
অজগরেরা ওদের পুঁতে ফেলেছিলো মাটিতে
মিশিয়ে দিতে চেয়েছিলো বাংলার নাম
এবং ওরা পারেনি
কারণ একজন বীরশ্রেষ্ট মতিউর ওদের
সেই ঈগলের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিলো
কিন্তু মতিউর মরেছিলো
মতিঊর যুদ্ধ করতে করতে মরেছিলো
ঈগল পাখির ডানা ভেণ্গে মাটিতে আছড়ে পড়ে মরেছিলো
কিন্তু তার স্বপ্ন একদিন সফল ও হয়েছিলো।
তাই শুনে রাখো হে নতুন
ঈগলপাখিকে চিনে রাখো
সেই ভয়ন্কর ঈগল পাখি কে বধ করেছিলো
বীরশ্রেষ্ট মতিউর শুধু তোমাদেরই জন্য....
ঈগল পাখি গাছের 'পরে
কিন্তু ওরা একদিন ঈগলের মত নেমে এসেছিলো ধরনীতে
এবং ওদের পেছনে ছিলো দৃশ্যপরিচালনাকারীর আদেশ
"হত্যা করো"
এবং ওরা হত্যা করতে শুরু করেছিলো
মাটিতে অজগর হয়ে
আকাশে ঈগল হয়ে
ফেলে ছিলো একেরপর এক বোমা
যারা ফেটেছিলো স্বশব্দে
এবং ফেটেছিলো ভয়ানক শক্তিতে
যারা নিরীহ ছিলো
যাদের কোন দোষ ছিলোনা
তারা আক্রান্ত হয়েছিলো
তাদের মাঝে হয়তো ছিলো তোমার ও পূর্বপূরুষ
এবং তারা মরতে মরতে সংখ্যায় হয়েছিলো
ত্রিশ লাখ
এবং তাদের গননার আগেই
দৃশ্যপরিচালনাকারীর অদৃশ্য আদেশে
অজগরেরা ওদের পুঁতে ফেলেছিলো মাটিতে
মিশিয়ে দিতে চেয়েছিলো বাংলার নাম
এবং ওরা পারেনি
কারণ একজন বীরশ্রেষ্ট মতিউর ওদের
সেই ঈগলের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিলো
কিন্তু মতিউর মরেছিলো
মতিঊর যুদ্ধ করতে করতে মরেছিলো
ঈগল পাখির ডানা ভেণ্গে মাটিতে আছড়ে পড়ে মরেছিলো
কিন্তু তার স্বপ্ন একদিন সফল ও হয়েছিলো।
তাই শুনে রাখো হে নতুন
ঈগলপাখিকে চিনে রাখো
সেই ভয়ন্কর ঈগল পাখি কে বধ করেছিলো
বীরশ্রেষ্ট মতিউর শুধু তোমাদেরই জন্য....
No comments:
Post a Comment