পড়ো উ
উ-তে
উট চলেছে মরুর দেশে
মরুর দেশ !!!
হায় বাংলা-
৭১ এ সে কি মরু ছিলো-নাকি ছিলো মৃত্যু উপত্যকা
ভাবতে কি পেরেছিলো কেউ?
কেউ কি চোখের সামনে এত রক্ত দেখে স্থির থাকতে পেরেছিলো?
পারেনি
কারণ ওরা শেয়াল ও শুকুনের খাদ্য বানিয়ে ছেড়েছিলো সোনার বাংলা
ওরা শুধু হ্ত্যা করেছিলো
মরুভুমি বানিয়ে দিয়েছিলো বাংলা
এবং তারা হ্ত্যা করেছিলো তোমার পূর্বপুরুষদের
যারা মুক্তি চেয়েছিলো
যারা একটি ফুলকে ভালবেসে যুদ্ধ করতে গিয়েছিলো
তাদের অনেকেই ফিরে আসেনি
যারা ফিরে এসেছে তারা বয়ে নিয়ে এসেছে স্বজনের লাশ
এত মৃত্যুও হানাদার দের শান্ত করেনি
তাই তারা তোমাদেরই পুর্বপুরুষের মা বোন দের ঈজ্জ্বত নিয়ে
খেলেছিলো হোলি খেলা
যার ফলাফল ২ লাখ বীরান্গনা
সাথে অগনিত অনেকেই
তাদের কেউ কেঁদেছিলো
কেউ গলায় পড়েছিলো মুক্তির ফাঁস
কেউ মুখ লুকিয়ে বিষখেয়ে মরেছিলো রাতের আঁধারে
সোনার বাংলা নয়মাসেই হয়ে উঠেছিলো মৃত্যুপুরী
তাই আজ আমি বলি
উঠ আমি দেখিনি
তবে আমি মরু দেখেছি
আমি সোনার বাংলায় মরুর দেশ দেখেছি।।
উ-তে
উট চলেছে মরুর দেশে
মরুর দেশ !!!
হায় বাংলা-
৭১ এ সে কি মরু ছিলো-নাকি ছিলো মৃত্যু উপত্যকা
ভাবতে কি পেরেছিলো কেউ?
কেউ কি চোখের সামনে এত রক্ত দেখে স্থির থাকতে পেরেছিলো?
পারেনি
কারণ ওরা শেয়াল ও শুকুনের খাদ্য বানিয়ে ছেড়েছিলো সোনার বাংলা
ওরা শুধু হ্ত্যা করেছিলো
মরুভুমি বানিয়ে দিয়েছিলো বাংলা
এবং তারা হ্ত্যা করেছিলো তোমার পূর্বপুরুষদের
যারা মুক্তি চেয়েছিলো
যারা একটি ফুলকে ভালবেসে যুদ্ধ করতে গিয়েছিলো
তাদের অনেকেই ফিরে আসেনি
যারা ফিরে এসেছে তারা বয়ে নিয়ে এসেছে স্বজনের লাশ
এত মৃত্যুও হানাদার দের শান্ত করেনি
তাই তারা তোমাদেরই পুর্বপুরুষের মা বোন দের ঈজ্জ্বত নিয়ে
খেলেছিলো হোলি খেলা
যার ফলাফল ২ লাখ বীরান্গনা
সাথে অগনিত অনেকেই
তাদের কেউ কেঁদেছিলো
কেউ গলায় পড়েছিলো মুক্তির ফাঁস
কেউ মুখ লুকিয়ে বিষখেয়ে মরেছিলো রাতের আঁধারে
সোনার বাংলা নয়মাসেই হয়ে উঠেছিলো মৃত্যুপুরী
তাই আজ আমি বলি
উঠ আমি দেখিনি
তবে আমি মরু দেখেছি
আমি সোনার বাংলায় মরুর দেশ দেখেছি।।
No comments:
Post a Comment