পড়ো
অ-
অজগর ঐ আসছে তেড়ে
কারণ মোরগ ডাকার আগেই
সমস্থ অজগর তেড়ে এসেছিলো বন্দরে
ওরা উড়ে এসে জুড়ে বসেছিলো
এবং ওরা হত্যা করেছিলো
আর তারপর উল্লাসে মেতেছিলো
আর উল্লাসে ওরা মেতেছিলো নগ্ন নারী দেহ নিয়ে
ওরা মেতে ছিলো হত্যার উল্লাসে তাই
হাতে উদ্যত রাইফেল-বেয়নেট
এবং মোরগ ডাকার আগেই
ওরা খুন করেছিলো হাজার হাজার মানুষ
কারণ ওদের চোখে সবাই ছিলো নিকৃষ্ট
সবাই ছিলো কাফির
এবং ওরা ধর্মের দোহায় দিয়ে মেরে ফেলল
গিলে খেল হাজার হাজার মোরগ
তাই মোরগ পরদিন ডাকতে পারেনি
অজগররা মোরগ গুলোকে খেয়ে ফেলেছিলো
তাই মোরগ গুলো তিনবার ডেকে উঠতে পারেনি
মোরগ গুলো তিনবার ডেকে ওঠেনি
তাই মোরগের মাংস-এবং মানুষ ওদের খাদ্য হয়েছিলো
দৃশ্যপরিচালনা কারীর অংগুলী হেলনে
ওরা খুন করেছিলো ২৫ তারিখ রাতে অজগরের মত
হে শিশু ভয় পাও সেই রাতের কথা কল্পনা করে
হে শিশু কল্পনা কর তুমি সেই রাতের কথা
হয়তো তোমার রক্তের ও একজন মরেছিলো সেদিন
কল্পনা করো
এবং ঘৃণা কর
ঘৃণা করো ওদের
কারণ ওরা হত্যাকারী
ওরা ধ্বংস কারী
ওরা মানুষরুপী অজগর...
অ-
অজগর ঐ আসছে তেড়ে
কারণ মোরগ ডাকার আগেই
সমস্থ অজগর তেড়ে এসেছিলো বন্দরে
ওরা উড়ে এসে জুড়ে বসেছিলো
এবং ওরা হত্যা করেছিলো
আর তারপর উল্লাসে মেতেছিলো
আর উল্লাসে ওরা মেতেছিলো নগ্ন নারী দেহ নিয়ে
ওরা মেতে ছিলো হত্যার উল্লাসে তাই
হাতে উদ্যত রাইফেল-বেয়নেট
এবং মোরগ ডাকার আগেই
ওরা খুন করেছিলো হাজার হাজার মানুষ
কারণ ওদের চোখে সবাই ছিলো নিকৃষ্ট
সবাই ছিলো কাফির
এবং ওরা ধর্মের দোহায় দিয়ে মেরে ফেলল
গিলে খেল হাজার হাজার মোরগ
তাই মোরগ পরদিন ডাকতে পারেনি
অজগররা মোরগ গুলোকে খেয়ে ফেলেছিলো
তাই মোরগ গুলো তিনবার ডেকে উঠতে পারেনি
মোরগ গুলো তিনবার ডেকে ওঠেনি
তাই মোরগের মাংস-এবং মানুষ ওদের খাদ্য হয়েছিলো
দৃশ্যপরিচালনা কারীর অংগুলী হেলনে
ওরা খুন করেছিলো ২৫ তারিখ রাতে অজগরের মত
হে শিশু ভয় পাও সেই রাতের কথা কল্পনা করে
হে শিশু কল্পনা কর তুমি সেই রাতের কথা
হয়তো তোমার রক্তের ও একজন মরেছিলো সেদিন
কল্পনা করো
এবং ঘৃণা কর
ঘৃণা করো ওদের
কারণ ওরা হত্যাকারী
ওরা ধ্বংস কারী
ওরা মানুষরুপী অজগর...
No comments:
Post a Comment